ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে যারা যারা শাহবাগে আসতে পারেননি তারা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
চিকিৎসকদের দাবি, তাদেরকে বর্তমানে ভাতা দেয়া হয় ২৫ হাজার টাকা। অথচ তাদের অন্য কোথাও চেম্বার করারও সুযোগ দেয়া হয় না। এ অবস্থায় বাস্তবতার নিরিখে এই ভাতার পরিমাণ দ্বিগুণ অর্থাৎ ৫০ হাজার টাকা করতে হবে। অন্যথায় কর্মবিরতি চলবে।
রোববার সকাল ৯টা থেকে এই দাবিতে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি’ ব্যানারে ট্রেইনি চিকিৎসকরা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হন।
সেখান থেকে দাবি মেনে নিতে কয়েক ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় দুপুর ১টায় তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
চিকিৎসকদের এই অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকে রাস্তা ছেড়ে দেয়া হয়।
সোহরাওয়ার্দী মেডিক্যালের ডাক্তার রাকিব বলেন, ‘বর্তমানে আমাদের ভাতা দেয়া হয় মাসে ২৫ হাজার টাকা। আমরা এই ভাতা ৫০ হাজার টাকা চাই। এর আগে ২০২২ সালে আন্দোলনের মুখে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ভাতা ২৫ হাজার টাকা করা হয়েছিল। তখন আমাদের বলা হয়েছে, এই ভাতা সামনে আরও বাড়ানো হবে। অথচ এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আমরা দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় ছাড়বো না।’
এর আগে এক ঘোষণায় শনিবারের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় আজ থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন। এসব চিকিৎসক রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। তারা হাসপাতালের চাকরিরত চিকিৎসকদের মতোই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।