সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শর্তসাপেক্ষে ২৪ ঘণ্টা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন চিকিৎসকরা।
বৈঠকে উপদেষ্টা চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনরত চিকিৎসকরা ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করার কথা জানান।
একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা রক্ষী থাকার শর্তে সারাদেশে জরুরি সেবা চালু হবে বলে উল্লেখ করেন তারা।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ঢাকা মেডিক্যালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পরে সাংবাদিকদের জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
এ সময় তার সঙ্গে ছিলেন ডা. শাহানেওয়াজ, ডা. আব্দুল আহাদ ও ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। আরও বেশ কয়েকজন চিকিৎসক এ সময় উপস্থিত ছিলেন।
রোববার রাত পৌনে ৮টার দিকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে চিকিৎসকরা জরুরি বিভাগের কার্যক্রম শুরু করেছেন বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
এদিকে ঢামেক হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে।
মামলায় বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন রোববার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।