রাজশাহীতে গাছতলায় পড়ে থাকা বরই কুড়িয়ে খাওয়ার পর অসুস্থ হয়ে তিন দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা ধারণা করছেন, বরই খেয়ে তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে এটা অজানা কোনো ভাইরাসও হতে পারে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শনিবার বিকেলে মারা যায় বড় বোন মাশিয়া। এর আগে গত বুধবার মারা যায় মারিশা।
প্রাণ হারানো দুই বছর বয়সী মুনতাহা মারিশা ও পাঁচ বছর বয়সী মুফতাউল মাশিয়া রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মনজুর রহমানে মেয়ে।
মনজুর রহমান রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। তিনি স্ত্রী-সন্তান নিয়ে রাজশাহীর চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ারটারে থাকেন।
শিশুদের পরিবারের বরাত দিয়ে চিকিৎসক জানান, কুড়িয়ে পাওয়া বরই খেয়েছিল দুই বোন। গত বুধবার মারিশার জ্বর ও বমি হয়। পরে রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এরপর শুক্রবার মাশিয়ারও জ্বর আসলে একই হাসপাতালে নিয়ে গেলে তার পুরো শরীরে ছোট কালো দাগ উঠতে থাকে। চিকিৎসকরা তাকে রামেক হাসপাতালে পাঠালে শনিবার বিকালে মারা যায় মাশিয়া।
রামেক হাসপাতালের চিকিৎসক মো. মনিরুজ্জামান জানান, দুই শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে, তবে অন্য কোনো ভাইরাসও হতে পারে। পুরো পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে শিশুদের মৃত্যুর পর তাদের মা-বাবাকেও হাসপাতালের নিপা ওয়ার্ড এ আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান ডা. মনিরুজ্জামান।