বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ ডিসেম্বর, ২০২৩ ১৯:৩৮

এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ ও ঢাকার বাইরের ১০৬ জন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৯ জনের।

এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ ও ঢাকার বাইরের ১০৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২০ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৮৯৯ জন। ঢাকার বাইরে এ সংখ্যা দুই লাখ ১০ হাজার ৯৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৮ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৬২১ এবং ঢাকার বাইরের বাসিন্দা দুই লাখ ৯ হাজার ৬১৩ জন।

দেশে ডেঙ্গুতে ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

এ বিভাগের আরো খবর