সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ সময়ে হাসপাতালে ভর্তি হয় ৪১৩ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে এক হাজার ৬৬৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয় ৪১৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৩ এবং ঢাকার বাইরের ৩১০ জন।
চলতি বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ৬৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ১০১ জন। ঢাকার বাইরে আরও দুই লাখ ৮ হাজার ৫৪৪ জন আক্রান্ত হন।
এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিন লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৫৪৯ আর ঢাকার বাইরের দুই লাখ ৬ হাজার ৩৮৪ জন রয়েছেন।