বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস (বামোস)-এর আয়োজনে ষষ্ঠবারের মতো ‘বাংলাদেশ কনফারেন্স অন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দিনব্যাপী রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশ থেকে তিন শতাধিক ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ও বিভিন্ন ডিসিপ্লিন চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির বিভিন্ন শাখা যেমন ট্রমা, মুখের ক্যান্সার, রিকন্সট্রাকশন ও এসথেটিক সার্জারি নিয়ে ৫০টির বেশি সায়েন্টিফিক পেপার উপস্থাপন করা হয়। দুটি প্লেনারি সেশনে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞ সার্জনদের সাথে জটিল রোগ বিষয়ে নবীন সার্জনদের মত বিনিময় হয়।
অনুষ্ঠানের শুরুতে বামোসের অফিসিয়াল নিউজ লেটার “দ্য ফেস” এর মোড়ক উন্মোচন করা হয়।
সায়েন্টিফিক কনফারেন্স শেষে নব নির্বাচিত বামোসের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বামোসের প্রাণের দাবি ম্যাক্সিলোফেসিয়াল ইনস্টিটিউট স্থাপনে সর্বোত সহয়তার আশ্বাস দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. টিটু মিয়া রোগীদের বিদেশযাত্রা রোধ ও হেলথ ট্যুরিজমে ডাক্তারদের ভূমিকা রাখার আহ্বান করেন।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের জন্য পদ সৃজনে সহয়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস (বামোস)-এর সাধারণ সম্পদাক ডা. এস এম আনোয়ার সাদাত বলেন, এ কনফারেন্সে অংশগ্রহণদের মধ্যে দিয়ে ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের জ্ঞানের পরিধি আরো বাড়বে। নতুন সার্জনরা বেশি উপকৃত হবেন। অর্জিত জ্ঞানের মাধ্যমে সার্জনরা সারা দেশে মুখের ক্যান্সারের চিকিৎসার উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।
বামোসের সভাপতি অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার লিটা বলেন, বাংলাদেশ কনফারেন্স অন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির জাতীয় সম্মেলন শেষে আগামী বছর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জানদের নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করবো। গত বারের আন্তর্জাতিক কনফারেন্সে ১৭টি দেশের প্রতিনিধিরা এসেছিলেন। সামনের বছর আরও বেশি দেশের প্রতিনিধি আসবেন ও নবীন সার্জনদের গণগত মানোন্নয়নে অবদান রাখবে বলে আশা করছি।
দিনব্যাপী বিভিন্ন পেপার উপস্থাপনার পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস (বামোস) এর সভাপতি অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, সাধারণ সম্পদাক ডা. এস এম আনোয়ার সাদাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক নৌশাদ কায়সার পাঠান সহ কমিটির সবাই উপস্থিত ছিলেন।