স্বাথ্যসেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ এ অঙ্গীকারকে প্রতিপাদ্য করে দেশের র্শীষস্থানীয় হেলথকেয়ার ব্র্যান্ড ‘ইউনাইটেড হেলথকেয়ার’ তার ১৭ বছরর্পূতি উদযাপন করেছে।
বৃহস্পতবিার ইউনাইটেড হাসপাতাল লিমিটেড ও ইউনাইটেড হেলথকেয়ারের সকল অঙ্গপ্রতিষ্ঠানে (সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, ধানমন্ডির মেডিক্স এবং জামালপুরের এম এ রশিদ হসপিটাল) নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
ওইদিন আসরের নামাযের পর ইউনাইটেড হেলথকেয়ারের সকল প্রতিষ্ঠানের জন্য ও রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালনা মঈনউদ্দিন হাসান রশীদ তার বক্তব্যে বলেন, ‘আর্ন্তজাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে ইউনাইটেড হাসপাতাল যাত্রা শুরু করেছিল। আর জেসিআই (JCI) অ্যাক্রিডিটেশন আমাদের এই সেবার মানকে স্বীকৃতি প্রদান করল। আমি আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল ডাক্তার, র্নাস, মেডিক্যাল প্রফশেনালসহ সবাইকে আরও একবার বলতে চাই, স্বাস্থ্য সেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ আমরা অব্যহত রাখব। আমাদের হেলথকেয়ারের সকল অঙ্গ প্রতিষ্ঠানে সেবার পরিধি বাড়ানো ও র্সবোচ্চ মানের সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’
সম্প্রতি প্রথমবারের মতো (JCI) সার্ভেতে অংশগ্রহণ করে প্রত্যেকটি মান ও মাপকাঠিতে ইতিবাচক ফলাফল (জিরো নট মেট) অর্জন করেছে ইউনাইটেড হসপিটাল যা শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বিরল। পাশাপাশি এবছর ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাব ISO 15189:2012 (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) চতুর্থবারের মত অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চীফ এ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদসহ ইউনাইটেড হসপিটালের ডিরেক্টরবৃন্দ, পরিচালক, চিকিৎসক, নার্স ও ইউনাইটেড হেলথকেয়ারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনাইটেড হেলথকেয়ারের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল ২০০৬ সালে, জামালপুরের এম এ রশিদ হসপিটাল ২০২১ সালে, ধানমন্ডির মেডিক্স ২০২১ সাল এবং সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ২০২২ সাল থেকে দেশে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।