বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ আগস্ট, ২০২৩ ১৮:৫২

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২ হাজার ৯৫৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬২ জন।

আগস্ট মাসে আশঙ্কাজনক পরিস্থিতির দিকেই এগুচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। ২৪ ঘণ্টার ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির নতুন রেকর্ড হয়েছে। আর এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৯৫৯ জন। চলতি বছরে একদিনে এত রোগী আগে দেখা যায়নি। তবে আগের দিন বুধবার অধিদপ্তর ২ হাজার ৮৪৪ জনের ভর্তির তথ্য জানিয়েছিল, যা ছিল আজকের আগে রেকর্ড।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২ হাজার ৯৫৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬২ জন।

ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে রোগী সংখ্যা ছাড়াল ৭৮ হাজার ২৮ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ হাজার ৯১১ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ১১৭ জন।

ভর্তি হওয়া ৭৮ হাজার ২৮ জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৭৪ জন আর বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৯ হাজার ৭৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন ৭ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ছিলেন ৫ জন।

মারা যাওয়া ১২ জনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মৃত্যু হলো ৩৬৪ জনের। তাদের মধ্যে ঢাকার মৃত্যু হয়েছে ২৮৩ জনের আর রাজধানীর বাইরের হাসপাতালে মৃত্যু হযেছে ৮১ জনের।

এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়। ওই বছরে ২৮১ জনের মৃত্যুর কথা জানায় অধিদপ্তর। কিন্তু চলতি বছরের ৩ আগস্ট সে রেকর্ড ভেঙে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ১৯৬ জন আর মৃত্যু হয়েছে ১১৩ জনের।

এ বিভাগের আরো খবর