গবেষণা করে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে ‘ডেঙ্গু বিরোধী সামাজিক আন্দোলন চাই’শীর্ষক এক মতবিনিময় তিনি এ কথা জানান।
সভায় শারফুদ্দিন আহমেদকে চেয়ারম্যান ও আবাসিক চিকিৎসক (আরপি) সহকারী অধ্যাপক তৌফিক আহমেদকে সদস্য সচিব করে ডেঙ্গু প্রতিরোধ কমিটি-২০২৩ গঠন করা হয়েছে।
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপাচার্য বলেন, ‘স্বাস্থ্যসেবার বিষয়ে গবেষণা করার উৎকৃষ্ট স্থান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানে আমরা ডেঙ্গু নয়ে রিসার্চ করব।’
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগকে দ্রুত কাজ শুরু করার কথাও বলেন তিনি।
কমিটিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে বিশেষ উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলমকে উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে।
উপাচার্য বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ করতে কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএমএমইউর চিকিৎসকরাও কাজ করবেন। দেশে সারা বছর ডেঙ্গু নিয়ে কাজ হয় না। ফলে আজ এই অবস্থা তৈরি হয়েছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ৯ হাজার ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৮০ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৬৫৬ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৩০৩ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৪ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩ হাজার ৫২৩ জন ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন।