হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির জন্য বেডের সংকট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক শাহাদত হোসেন এ তথ্য দেন।
তিনি বলেন, ‘ঢাকার ডেঙ্গু আক্রান্তের হার মোটামুটি স্থিতিশীল, তবে ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে। ঢাকায় বর্তমানে সবচেয়ে বেশি ৪৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালটিতে রোগীদের জন্য মোট শয্যা রয়েছে ৬০০টি।
‘দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি আছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৩৪৮ জন। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার ব্যবস্থাও রয়েছে।’
ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগে মুগদা হাসপাতালে সিট পাওয়া যেত না। এখন সব হাসপাতালে বেডের সুষম বণ্টন করা হয়েছে। তাই মুগদা হাসপাতালেও বেড খালি আছে।’
বেড খালি নেই বলে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে অনেক রোগী ফেরত পাঠানো হচ্ছে- সাংবাদিকের এমন অভিযোগে তিনি বলেন, ‘তথ্য অনুযায়ী সোহরাওয়ার্দী হাসপাতালে রোগী ভর্তি আছে ২৭৬ জন। সেখানে বেডের সংখ্যা ৩২৫। অর্থাৎ, ৫০টি বেড এখনও খালি থাকার কথা। তারপরও আমরা খোঁজ নিয়ে দেখব কাউকে ফেরত পাঠানো হচ্ছে কি না।’
এখন থেকে ডেঙ্গুর আপডেট নিয়ে প্রতিসপ্তাহে ভার্চুয়াল ব্রিফিংয়ের মাধ্যমে বার্তা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা।