আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, ভাতা আরও বাড়াতে হবে। অন্যথায় আন্দোলন চলবে।
ভাতা বৃদ্ধির দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলনের মুখে রোববার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক ঘোষণায় জানায়, বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন।
তবে ভাতা বৃদ্ধির এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নেয়া হয়নি বলে ধারণা আন্দোলনকারীদের। কারণ হিসেবে তারা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে ভাতা বৃদ্ধির পরিমাণ তাদের দাবিমতো হতো।
প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক নূর নবী নিউজবাংলাকে বলেন, ‘ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির এই সিদ্ধান্ত আমরা মানি না। যে দাবি আমাদের ছিল, সেখানেই রয়েছি আমরা। আর আমাদের দীর্ঘদিনের এই আন্দোলনে দাবি ছিল দুটো। একটা হচ্ছে ভাতা নিয়মিত করা এবং ভাতা বৃদ্ধি করে তা ৫০ হাজার টাকা করা। সেখানে কী করে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়? এই পাঁচ হাজার টাকা বাড়ানো আর না বাড়ানো সমান।’
নূর নবী জানান, আন্দোলনরত সবার সঙ্গে কথা বলেছেন তিনি। তারা এই পাঁচ হাজার টাকা বৃদ্ধি মেনে নিতে রাজি নন। সবার দাবি, ভাতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, ‘কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হতো, তাহলে পাঁচ হাজার টাকা বাড়ানো হতো না। কোনো মানুষই এ সিদ্ধান্ত নিতে পারে না যে ২৫ হাজার টাকা ভাতা হতে পারে।’
এমন পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাবেন কি না প্রশ্নে নূর নবী বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’
পোস্টগ্র্যাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে এর আগে রোববার দুপুর ১টার দিকে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের ব্যানারে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্তরা এ আন্দোলনে অংশ নেন।
তারা শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য বর্তমানে নির্ধারিত ২০ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করে নিয়মিত প্রদানের দাবি জানান।
এ সময় আন্দোলনকারীরা ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘আর কত সস্তায়, নেমে এসো রাস্তায়’, ‘দাবি মোদের একটাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়কের অবস্থান ছাড়েন আন্দোলনকারীরা।
অবশেষে রোববার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘোষণা দেয়, বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন।
মাসিক ভাতা বৃদ্ধি এবং নিয়মিত তা দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। তাতে জানানো হয়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।
৮ জুলাই সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। আর রোববার পোস্টগ্র্যাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।