নেতিবাচক সংবাদের মনোভাব থেকে বের হয়ে আসতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্পেশালাইজড হসপিটালের ইনডোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বুধবার সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের নেগেটিভ নিউজের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। পজেটিভ নিউজও নিউজ। একটি গোষ্ঠী মনে করে নেগেটিভ নিউজই নিউজ। এই মানসিকতা বিকৃত।’
অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রীর। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আসতে পারেননি বলে নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জোষ্ঠ্য তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। পরে জানানো হয়, মন্ত্রী যোগ দেবেন ভার্চুয়ালি।
স্পেশালাইজড এই হাসপাতাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং দেশবাসী আশা করেন এখানে সর্বোচ্চ উন্নত সেবা পাবে মানুষ। আমাদের প্রায় দুই হাজার লোক লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, হাসপাতালের কার্যক্রম কেমন চলছে।
‘করোনার কারণে আমাদের যন্ত্রপাতি আসতে দেরি হয়েছে। তাই ইনডোর সেবা শুরু হয়নি। এখন যন্ত্রপাতি আসছে।’
অনুষ্ঠানে মন্ত্রীকে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেয়ার কথা থাকলেও সেই সুযোগ দেয়া হয়নি।
গত ২৯ জুন নিউজবাংলায় এ হাসপাতালের কার্যক্রম নিয়ে ‘বঙ্গবন্ধু স্পেশালাইজড হসপিটাল/ প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও সেবা নেই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএসএমএমইউ স্পেশালাইজড হসপিটাল। এরপর এখানে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু ওই পর্যন্তই। চালু হয়নি বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রম।