বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও সেবা নেই

  •    
  • ২৯ জুন, ২০২৩ ২৩:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করার পর অদ্যাবধি এখানে ইনডোর চালু হয়নি। অথচ নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেয়া হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক। তারা কোথায় সেবা দিচ্ছেন সেই প্রশ্নেরও সদুত্তর নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্পেশালাইজড হসপিটাল উদ্বোধনটা যেন কেবল আনুষ্ঠানিকতা। চালু হয়নি ইনডোর চিকিৎসা সেবা। আউটডোর চালু করা হলেও ঈদের ছুটিতে সেটাও বন্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএসএমএমইউ স্পেশালাইজড হসপিটাল। এরপর এখানে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু ওই পর্যন্তই। চালু হয়নি বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রম।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, স্পেশালাইজড হাসপাতালের গেট বন্ধ। দায়িত্বরত গার্ডের কাছে গেট বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে। আর এখানে ইনডোর তো চালু হয়নি। আউটডোরে সেবা দেয়া হয়। সেটা ঈদের জন্য বন্ধ রয়েছে।’

তাহলে স্পেশাল ট্রিটমেন্ট দরকার হলে রোগী কোথায় যাবে- এমন প্রশ্নের জবাবে তার সাবলীল উত্তর, ‘বিএসএমএমইউ-তে যাবেন।’

ইনডোরের দায়িত্ব বুঝে নেয়ার অফিসিয়াল আদেশ।

এ ব্যাপারে স্পেশালাইজড হসপিটালের অতিরিক্ত পরিচালক রসুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের ইনডোর সেবা শুরু হয়নি। আগামী ৫ জুলাই শুরু হবে। ওইদিন স্বাস্থ্যমন্ত্রী ইনডোর সেবা উদ্বোধন করবেন। এখন পর্যন্ত শুধু আউটডোরে শুধু সেবা দেয়া হয়৷’

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও কেন ইনডোর সেবা চালু হলো না এই প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তখন কোভিডের জন্য উদ্বোধন করেছিলেন।’

প্রধানমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রী পুনরায় উদ্বোধন করার প্রয়োজনীয়তা কতটুকু- এই প্রশ্নে প্রথমবার বলা উদ্বোধন শব্দটি পাল্টে বলেন, ‘প্রধানমন্ত্রী পুরো হাসপাতাল উদ্বোধন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী চালু করবেন।’

এ বিষয়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ‘পরে কথা বলবো’ বলে ফোনের লাইন কেটে দেন তিনি।

তবে স্বাস্থ্যমন্ত্রী ৫ জুলাই এটি উদ্বোধন করবেন কিনা তা অফিসিয়ালি অবগত নন বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ইতোমধ্যে বেশকিছু চিকিৎসককে স্পেশালাইজড হসপিটালে সেবাদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কোথায় সেবা দিচ্ছেন জানতে চাইলে প্রাসঙ্গিক কোনো উত্তর দিতে পারেননি রসুল আমিন।

ঈদের ছুটিতে সেবা কার্যক্রম বন্ধা থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সরকারি ছুটিতে কোনো আউটডোর সেবা চালু থাকে না। আর ইনডোর চালু হলে তারা সেবা দেবে।’

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা ঈদের ছুটি শুরু হওয়ার আগে এখানে আউটডোরে সেবা দিতেন কীনা-

এমন প্রশ্নে স্পেশালাইজড হসপিটালের এই অতিরিক্ত পরিচালক বলেন, ‘ইনডোর-আউটডোর বলে কথা নেই। তারা ঈদের ছুটি শেষে ২ জুলাই থেকে সেবা দেবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৪ সেপ্টেম্বর দেশের প্রথম এই সুপার স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করেন। এর প্রায় দুই মাস পর ২৭ ডিসেম্বর এখানে আউটডোরে রোগীদের সেবা দেয়া শুরু হয়।

এদিকে চলতি বছরের ১০ জানুয়ারি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘স্পেশালাইজড হসপিটালে ২৩ জানুয়ারি রোগী ভর্তি শুরু হবে। অথচ এরপর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখানে রোগী ভর্তি ও ইনডোর সেবা চালু হয়নি।

অগ্রগতি বলতে জুনের ১ তারিখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়ে তাদের ইনডোরের দায়িত্ব বুঝে নেয়ার অফিসিয়াল আদেশ দেয়া হয়।

যেখানে সেবাই বন্ধ, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কী দায়িত্ব পালন করছেন সে প্রশ্ন থেকেই যায়। অথচ এই প্রশ্নের সদুত্তর সংশ্লিষ্টরা কেউ দিতে পারেননি।

এ বিভাগের আরো খবর