বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবারও ছাত্রী বেশি মেডিক্যাল পরীক্ষায়

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ মার্চ, ২০২৩ ১৪:২৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে চার হাজার কম রয়েছে। এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। মোট আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশ মেয়ে আর ৪৬ শতাংশ ছেলে।পাশের ক্ষেত্রেও নারীরা এগিয়ে আছে। এর মাধ্যমে বুঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে।’

দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবারও ছাত্রী সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে কেন্দ্র পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের এ বিষয়ে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘আমরা সারা দেশে খোঁজ খবর রেখেছি। কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখনও আসেনি। পরীক্ষার পরিবেশও চমৎকার।

‘গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে চার হাজার কম রয়েছে। এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। মোট আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশ মেয়ে আর ৪৬ শতাংশ ছেলে। পাশের ক্ষেত্রেও নারীরা এগিয়ে আছে। এর মাধ্যমে বুঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা পিছিয়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা পাশাপাশি এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।’

তিনি জানান, বিশেষজ্ঞ কমিটি যে প্রশ্নপত্র তৈরি করেছে ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেয়া হয়েছে। পৌঁছাবার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবকদের অনুরোধ করব তারা যেন হুজুগে কান না দেয়। রিউমারে কান না দিয়ে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। অতিদ্রুত আমরা রেজাল্ট প্রকাশ করব।’

এ বিভাগের আরো খবর