করোনা মহামারি মোকাবেলায় অবদান রাখায় বগুড়ায় সম্মাননা পেয়েছেন ৪৫৩ জন সম্মুখ সারির করোনা যোদ্ধা। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বুধবার এই সম্মাননা দেয়া হয়েছে।
সদর উপজেলার মমইন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সম্মাননাপ্রাপ্তরা করোনাকালে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী। পাশাপাশি অসামান্য অবদান রাখায় বগুড়া ও করোনা পরিস্থিতিসহ কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া নামের দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সম্মাননা পেয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া পুলিশ লাইন্স হাসপাতাল ও রোচাস রেস্টুরেন্ট।
সম্মাননা প্রদানের এ আয়োজনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাহাদারা মান্নান, হাবিবুর রহমান ও রাগেবুল আহসান রিপু; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম প্রমুখ।
পুরো আয়োজনের সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।