সারাদেশে প্রায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মানিকগঞ্জে শনিবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় প্রায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ ব্যক্তি বিভিন্ন ধরনের চিকিৎসা পাবে। সেই কার্যক্রম শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে সারাদেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষার অধীনে নিয়ে আসা হবে।’
‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মাধ্যমে লোকেরা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা ও ওষুধ পাবেন। এছাড়াও যাতায়াতের খরচও পাবেন। অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার কার্ডধারীর পরিবারের লোকজনের চিকিৎসার জন্য সরকার ৫০ হাজার টাকা দেবে।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে অসংক্রামক রোগ বাড়ছে। আমাদের দেশে ৬৭ শতাংশ রোগ হয়, অসংক্রামক ব্যাধির জন্য। এরমধ্যে ক্যানসার, কিডনি, হার্ট অ্যাটাক ও অ্যাজমা রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এ সমস্ত বিষয়ে লক্ষ্য রেখে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কয়েকবছর আগে আওয়ামী লীগে সরকারের আমলে টাঙ্গাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির শুরু হয়। এ কর্মসূচির মাধ্যমে সেখানে দেড় লাখ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ছয়টি জেলায় এ কর্মসূচির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তারমধ্যে মানিকগঞ্জ জেলাকে বেছে নেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার কর্মসূচির মাধ্যমে জেলার দেড় লাখ পরিবারের প্রায় ছয় লাখ মানুষ স্বাস্থ্য সেবার আওতায় চলে আসবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।