বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিদর্শনে গিয়ে সেখানকার অব্যবস্থাপনা দেখে অসন্তোষ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বরিশালে নির্মাণাধীন শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যান্সার হাসপাতাল এবং শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেবাচিমের বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ অনেক বেশি রোগী, ফলে মেঝে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডোরে অনেক রোগী। আর পুরাতন ভবনেও তো অনেক রোগী, যেখানে মেঝেতেও রোগী রয়েছে।
‘রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে সেটা আমাদের কাঙিক্ষত নয়। আমরা চাই দেশের প্রত্যেকটা রোগী বেডে থেকে সসম্মানে চিকিৎসা নেবে। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, নির্দেশনা, ইচ্ছে ও আশা। আমরা চেষ্টা করছি সেটা বাস্তবায়নের।’
তিনি আরও বলেন, ‘শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরোনা ভবনের মেঝে ও দেয়াল ঠিক নেই। ৫৫ থেকে ৬০ বছর হয়ে গেছে ভবনের বয়স,ফলে এখানে অবকাঠামোর খুবই অবনতি হয়েছে। আমি মনে করি, এখানে নতুন অবকাঠামো হওয়া প্রয়োজন।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।