করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে সর্বশেষ গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়।
সারা দেশে একজনের মৃত্যুর পাশাপাশি এই সময়ের মধ্যে দুই হাজার ৩১৭টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ১৮ জন ঢাকার বাসিন্দা।
দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩৯ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।
২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর মোট পাঁচটি ঢেউ মোকাবিলা করতে হয়েছে দেশকে। পঞ্চম ঢেউয়ে শনাক্ত ও মৃত্যু তুলনামূলক কম। বর্তমানে করোনা নিয়ন্ত্রণের পথে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।