এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার বিকেলে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত অক্টোবরে দেশে ডেঙ্গুর প্রকোপ কমতে থাকে। সে হিসেবে ডিসেম্বরে ডেঙ্গুতে মৃত্যু অস্বাভাবিক। তবে এবার ডিসেম্বর শেষ হতে চললেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭৬ জনের মৃত্যু হয়েছে। আর সবশেষ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় আছেন ২৭ জন এবং ঢাকার বাইরে ২২ জন।
বর্তমানে সারা দেশে ৪৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ২৭১ জন ও ঢাকার বাইরে আছেন ২১৪ জন।
বছরের শুরু থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬২ হাজার ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ২২ হাজার ৯৬৫ জন।
অক্টোবর মাসে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২১ হাজার ৯৩২ জন এবং মৃত্যু হয় ৮৬ জনের।
নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। আর ডিসেম্বরের প্রথম ২৫ দিনে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬১৪ ও ঢাকার বাইরে ২২ হাজার ৬৪৬ জন।