বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ: তরুণদের ফ্রি কনডম দেবে ফ্রান্স

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১২:৩৩

বিতর্ক অনুষ্ঠানে যৌন শিক্ষা নিয়ে মাখোঁ বলেন, ‘আমরা এ বিষয়টিতে ভালো নেই। বাস্তবতা তত্ত্ব থেকে একেবারেই ভিন্ন। এটি এমন এক বিষয়, যেখানে আমাদের শিক্ষকদের আরও ভালোভাবে প্রশিক্ষিত করে তুলতে হবে।’

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমিয়ে আনতে ফ্রান্সে তরুণদের বিনা মূল্যে কনডম দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলের পোইতার্স শহরে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মাখোঁ বলেন, ‘১৮ থেকে ২৫ বছর বয়সীরা ফার্মেসিগুলোতে বিনা মূল্যে কনডম পাবেন। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমাতে এটি ছোট বিপ্লব।’

এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর ফ্রান্সে ২৫ বছরের কম বয়সী সব নারীকে বিনা মূল্য জন্মনিরোধক সামগ্রী দেয়া শুরু করে ফ্রান্স সরকার।

অর্থ সংকটে থাকা কম বয়সী নারীদের জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্পের অংশ হিসেবে এ সুযোগ দিচ্ছে ফ্রান্স সরকার।

বিতর্ক অনুষ্ঠানে যৌন শিক্ষা নিয়ে মাখোঁ বলেন, ‘আমরা এ বিষয়টিতে ভালো নেই। বাস্তবতা তত্ত্ব থেকে একেবারেই ভিন্ন। এটি এমন এক বিষয়, যেখানে আমাদের শিক্ষকদের আরও ভালোভাবে প্রশিক্ষিত করে তুলতে হবে।’

সংবাদ সম্মেলনে মাস্ক পরতে দেখা যায় ফ্রান্সের প্রেসিডেন্টকে। এ নিয়ে মাখোঁ বলেন, ছুটির দিনগুলো সামনে রেখে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে, তা তিনি মেনে চলছেন।

শীতকে সামনে রেখে জনগণকে মাস্ক পরার ও করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানায় ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিভাগের আরো খবর