বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি অর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ২০:৩২

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, হাসপাতালের যন্ত্রপাতি যাতে কার্যকর থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের জনবল যে পরিপূর্ণ তা বলব না। আপনি ইউরোপ-আমেরিকার মতো প্রত্যাশা করতে পারেন না, কারণ এটা বাংলাদেশ।

রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের সেবা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানোর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার বিষয়টি অর্জন করতে হবে। চিকিৎসকদের কাজ খুবই স্পর্শকাতর। নিরাপত্তা অবশ্যই দরকার, কিন্তু আমরা এমন পরিস্থিতি তৈরি করতে পারি না, যেখানে আমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে।’

সচিবালয়ে রোববার ৪০তম বিসিএসের মাধ্যম সদ্য নিয়োগ পাওয়া ১০৬জন চিকিৎসকের কর্মক্ষেত্রে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। হাসপাতালে যন্ত্রপাতি আছে, অক্সিজেন আছে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামোও সুন্দর হয়েছে।

‘এখন কেবল চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ধরেন, এক ব্যক্তি তার মুমূর্ষু বাবা কিংবা মাকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু গিয়ে দেখেন চিকিৎসক নেই। তখন তার মনের অবস্থা কী হবে? আর যাওয়ার পর যদি ওই মুমূর্ষু বাবা কিংবা মা মারা যান, তাহলে তার মনের অবস্থাই বা কী হবে। তখন আপনাদের (চিকিৎসকদের) আমরা কীভাবে নিরাপত্তা দেব?’

রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। চিকিৎসকরা ভুল করলে রোগী মারা যান। অর্থাৎ চিকিৎসকরা ভুল করলে তা সংশোধনের সুযোগ নেই।’

চিকিৎসকদের হাসপাতাল পরিচালনা ও রোগী ব্যবস্থাপনায় আরও কার্যকর হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের ভালো প্রশাসক হতে হবে। হাসপাতালের যন্ত্রপাতি যাতে কার্যকর থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের জনবল যে পরিপূর্ণ তা বলব না। আপনি ইউরোপ-আমেরিকার মতো প্রত্যাশা করতে পারেন না, কারণ এটা বাংলাদেশ।’

সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কর্মস্থলে গেলে সবকিছু মনমতো হবে না। নিজের অবস্থান নিজেকেই তৈরি করতে হবে। আমরা চাই দরিদ্র মানুষ যারা আছেন, তাদের আপনারা একটু ভালো সেবা দেবেন। এর চেয়ে ভালো সেবা দেয়ার সুযোগ আর নেই। সবচেয়ে উত্তম ধর্ম, উত্তম ইবাদত হচ্ছে মানুষের সেবা। সবাই মানুষের সেবা করেন, কিন্তু চিকিৎসকদের মতো কেউ পারেন না।

‘দুই জায়গায় শপথ নিতে হয়- একটি চিকিৎসকদের, আরেকটি আইনপ্রণেতাদের। আমরা শপথ ভাঙতে চাই না।’

জাহিদ মালেক বলেন, ‘আপনারা খুবই ব্যয়বহুল শিক্ষা নিয়েছেন। পাশের দেশে একজনকে চিকিৎসক হতে হলে এক কোটির বেশি রুপি খরচ হয়। আপনারা যারা সরকারি কলেজে লেখাপড়া করেছেন, কত টাকা ব্যয় করেছেন? এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। জনগণের টাকায় লেখাপড়া করেছেন। এখন আপনাদের তা পরিশোধের সময়। এখন আপনাদের তা বাংলাদেশকে দেয়ার সময় হয়েছে।’

এ বিভাগের আরো খবর