সারা দেশে ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ কমে গত কয়েক দিনে করোনা শনাক্তের হার ঘুরছে প্রায় শূন্যের কোঠায়।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার করোনা শনাক্ত হয় ৩৮ জনের। রোববার এই সংখ্যা ছিল ৩৫।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ২০ জনই ঢাকার বাসিন্দা।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ২৩৩জন।
করোনায় সারা দেশে এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৯ জন।
করোনা থেকে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১১৬ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।
২০২০ সালের মার্চে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর মোট পাঁচটি ঢেউ পাড়ি দিয়েছে দেশ। পঞ্চম ঢেউয়ে শনাক্ত ও মৃত্যু তুলনামূলক কম। বর্তমানে করোনা নিয়ন্ত্রণের পথে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।