সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার করোনা শনাক্ত হয় ২২ জনের। শুক্রবার এই সংখ্যা ছিল ৪৮।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ২৯ জনই ঢাকার বাসিন্দা।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জন।
করোনায় সারা দেশে এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮৩ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।
২০২০ সালের মার্চে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর মোট পাঁচটি ঢেউ পাড়ি দিয়েছে দেশ। পঞ্চম ঢেউয়ে শনাক্ত ও মৃত্যু তুলনামূলক কম। বর্তমানে করোনা নিয়ন্ত্রণের পথে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।