বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়ায় ডেঙ্গু রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ১২ নভেম্বর, ২০২২ ১৭:৩০

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়ায় ডেঙ্গু রোগী বেড়েছে। বাংলাদেশের চেয়ে অনেক বেশি ডেঙ্গু রোগী দেখা দিয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইনসহ অন্য দেশে। সেসব দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভালো।

দেশে ডেঙ্গু নতুন কোনো রোগ নয়। এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু হয়। গত বছর ডেঙ্গু রোগী ছিল, তার আগের বছরও ছিল। এ বছর ডেঙ্গু রোগী একটু বেশি। শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়ায় ডেঙ্গু রোগী বেড়েছে।

মানিকগঞ্জ সদরের গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার দুপুরে জেলা প্রশাসনের স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়ায় ডেঙ্গু রোগী বেড়েছে। বাংলাদেশের চেয়ে অনেক বেশি ডেঙ্গু রোগী দেখা দিয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইনসহ অন্য দেশে। সেসব দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভালো।

তিনি আরও বলেন, হাসপাতালে প্রতিদিন হাজার খানেক ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পেয়েছি। এ বছর প্রায় দুই শ মানুষ ডেঙ্গুতে মারা গেছেন। সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসার কোনো অভাব হয়নি, আগামীতেও হবে না। ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে, যাতে এডিস মশা নিধন হয় এবং মশা যেন কামড়াতে না পাারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

টিসিবির পণ্য বিক্রির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজারের সাড়ে ৭০০ টাকার তেল, চিনি, ডাল, পেঁয়াজ টিসিবির মাধ্যমে সাড়ে ৪০০ টাকায় মিলছে। এতে মাথাপিছু ৩০০ টাকা সাশ্রয় হবে। সারাদেশের মতো মানিকগঞ্জ সদরের ২২ হাজার ২৫১ জন এবং গড়পাড়া ইউনিয়নের ১ হাজার ৭৪২ জন স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ ইমতিয়াজ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতি

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া গত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৮ জন।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ ডেঙ্গু রোগী। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

বিবৃতিতে জানানো হয়, বর্তমানে সারা দেশে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৪ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ২৫১ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৯৯ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৭ হাজার ৬৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১ হাজার ৩১২ ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭ জন।

এ বিভাগের আরো খবর