দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু হলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ৩৭৮ জন রোগী রয়েছেন।
বর্তমানে সারা দেশে ৩ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ৯৮০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৯০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৩ হাজার ৯৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ২৪৮ জন। ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৭৩৪ জন।