সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনার ২ দশমিক ৪১ শতাংশের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৫৫ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩১৫ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন।
২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৪২৩ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। দুই মাস পেরুনোর আগেই মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে ওই বছরের ৪ অক্টোবর।
গত ২১ জানুয়ারি দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দেয়, যা ১১ মার্চ নিয়ন্ত্রণে আসে। এরপর প্রায় তিন মাস করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে সংক্রমণ। চতুর্থ ঢেউ শেষে দেশে আঘাত হেনেছে করোনার পঞ্চম ঢেউ। করোনা শনাক্তের হার চলতি মাসে কমতির দিকে, মৃত্যুর সংখ্যাও কমছে।