মাথায় গুরুতর আঘাতের পর কোমায় চলে যান অন্তঃসত্ত্বা সাফিয়া। ভারতের নয়া দিল্লির এইমস (এআইআইএমএস) ট্রমা সেন্টারে ১ এপ্রিল তাকে ভর্তি করা হয়। প্রায় ৭ মাস একই অবস্থায় চিকিৎসাধীন থাকা সাফিয়া ফুটফুটে এক কন্য সন্তান জন্ম দিয়েছেন।
হাসপাতালে ২২ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে সাফিয়ার সন্তান ভূমিষ্ঠ হয়। চিকিৎসকেরা বলছেন সম্পূর্ণ সুস্থ আছে নবজাতক।
দুর্ঘটনার সময় ৪০ দিনের অন্তঃসত্ত্বা ছিলেন সাফিয়া। বুলন্দশারে প্রাথমিক চিকিৎসার পরে তাকে এইমস ট্রমা সেন্টারে পাঠানো হয়।
হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত তার চারটি নিউরোসার্জিক্যাল অপারেশন হয়েছে। তবে চেতনা ফেরেনি সাফিয়ার।
নিউরোসার্জন ডা. দীপক গুপ্ত মনে করছেন, সাফিয়ার চেতনা ফিরে পাওয়ার সম্ভাবনা মাত্র ১০ থেকে ১৫ শতাংশ।
তিনি বলেন, ‘কোমায় থাকা সাফিয়ার গর্ভাবস্থা বহাল রাখা হবে কি না, তা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। শেষ পর্যন্ত আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ভ্রূণের কোনো অসংগতি ধরা না পড়ায় মেডিক্যাল টিম সাফিয়ার পরিবারকে গর্ভাবস্থা বহাল রাখার পরামর্শ দেয়।’
নিজের চিকিৎসা পেশায় এমন বিস্ময়কর ঘটনার মুখোমুখি আর কখনও হননি জানিয়ে ডা. দীপক গুপ্তা বলেন, ‘মায়ের অবস্থার পরিপ্রেক্ষিতে গর্ভাবস্থা বহাল রাখার সিদ্ধান্তটি পরিবারের ওপর ছেড়ে দেয়া হয়। পরিবারও শেষ পর্যন্ত এতে সম্মতি দেয়।’
ঠিক কোন ধরনের দুর্ঘটনায় সাফিয়া কোমায় চলে যান, সে বিষয়ে তথ্য দেয়া হয়নি ভারতীয় সংবাদমাধ্যমে।