গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২ দশমিক ৮৪ শতাংশের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে ৯০ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
মৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকার, একজন রাজশাহী এবং একজন ময়মনসিংহের বাসিন্দা। তারা সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৬১ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।
২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৩ জনে দাঁড়াল।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে ওই বছরের ৪ অক্টোবর।
গত ২১ জানুয়ারি দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দেয়। প্রায় তিন মাস পর ১১ মার্চ তা নিয়ন্ত্রণে আসে। তিন মাস করোনা স্বস্তিদায়ক পরিস্থিতিতে ছিল। এরপর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে সংক্রমণ। তারপর চতুর্থ ঢেউ শেষে আঘাত হানে পঞ্চম ঢেউ।