কমে এসেছে করোনা শনাক্তের হার। তা নেমেছে ২ শতাংশের নীচে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনার ১ দশমিক ৮৮ শতাংশের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সারা দেশে মোট ৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪১ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে একজনের। মারা যাওয়া ব্যক্তি রাজশাহীর বাসিন্দা এবং তিনি সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় এই সময়ে এক জনের মৃত্যু হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৪৮ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন।
২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪১৯।
দেশে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে ওই বছরের ৪ অক্টোবর।
গত ২১ জানুয়ারি দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দেয়। প্রায় তিন মাস পর ১১ মার্চ তা নিয়ন্ত্রণে আসে। এরপর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে সংক্রমণ। চতুর্থ ঢেউ শেষে এখন করোনার পঞ্চম ঢেউ চলমান।