দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫ দশমিক শূন্য এক শতাংশের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে ১৬০ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জন।
২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪১৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৫৮ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।
দেশে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে। এই ঢেউয়ে শনাক্তের সংখ্যা, পরীক্ষার বিপরীতে শনাক্ত ও মৃত্যু- সবই তুলনামূলক কম।২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে ওই বছরের ৪ অক্টোবর।
গত ২১ জানুয়ারি দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দেয়। প্রায় তিন মাস পর ১১ মার্চ তা নিয়ন্ত্রণে আসে। তিন মাস করোনা স্বস্তিদায়ক পরিস্থিতিতে ছিল। এরপর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে সংক্রমণ। তারপর চতুর্থ ঢেউ শেষে এখন পঞ্চম ঢেউ চলছে।