দেশে গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫ দশমিক ৪৯ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে ৬৯ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। আর মারা যাওয়া ব্যক্তি সুনামগঞ্জের বাসিন্দা।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৪ হাজার ২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৯ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১২ জন।
দেশে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে। এ সময়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে ওই বছরের ৪ অক্টোবর।