গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে হয়েছে ১০৬ জন।
প্রতিবছর বর্ষায় ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও এবার রোগটি শরতে বেশি ছড়াচ্ছে, মৃত্যুও বেশি হচ্ছে এই সময়ে। কেবল অক্টোবরের ১৯ দিনে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এর মধ্যে ১৩ অক্টোবর মারা যান সর্বোচ্চ ৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য বলছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৬৪ জন জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার রোগীর সংখ্যা ছিল ৯০০, যা গত ২০ বছরের অক্টোবর মাসের সর্বোচ্চ।
এই রোগীদের মধ্যে সিংহভাগই ঢাকার। রাজধানীর হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছেন মোট ৫৬৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯।
বর্তমানে সারা দেশে ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৪৭ এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৭।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৭ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৬৩ এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭৩৯।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৭৫৪ এবং ঢাকার বাইরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৩৮।
মে মাসে রোগীর সংখ্যা ছিল ১৬৩, জুনে যা বেড়ে হয় ৭৩৭। জুলাইয়ে আরও বেড়ে হয় ১ হাজার ৫৭১। আগস্টে রোগী ভর্তি হন ৩ হাজার ৫২১, যা সেপ্টেম্বরে দাঁড়ায় ৯ হাাজর ৯১১। অক্টোবরের মাঝামাঝি ডেঙ্গু নির্মূল হয়ে যাওয়ার আশা করা হলেও এই মাসের ১৯ দিনেই রোগী পাওয়া গেল ১১ হাজার ৭১০ জন।