করোনাভাইরাস সংক্রমণে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৪৫ জনের দেহে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার এই হিসাব দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সারা দেশে চার হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ, যা গতদিনের তুলনায় কম। নতুন শনাক্তদের ২৯১ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হওয়া এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রংপুরের একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৮৯ জন।
আর নতুন শনাক্তদের নিয়ে দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৮৬ জন। সব মিলে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন করোনা রোগী।
বিদেশগামীদের নমুনা পরীক্ষা চলছে টিবি হাসপাতালে
এদিকে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে বিদেশগামী যাত্রীদের করোনা নমুনা সংগ্রহের কার্যক্রম চলছে। বনানীতে আর্মি স্টেডিয়ামের পরিবর্তে এখানে এই কার্যক্রম শুরু হয়েছে ৬ অক্টোবর।
দেশে করোনার পঞ্চম ঢেউ চলছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শনাক্তের হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে ধরে নেয়া যাবে যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশে টানা ১৪ দিন ধরে করোনা শনাক্তের হার ৫ শতাংশের ওপরে রয়েছে। তাতে বলা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের পঞ্চম ঢেউ চলছে।
দেশে করোনার চতুর্থ ঢেউ শুরুর পর ১১ আগস্ট প্রথমবারের মতো শনাক্ত হার ৫ শতাংশের নিচে নেমে আসে। ওইদিন ৪ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ। তারপর থেকে এই হার ওঠা-নামা করলেও তা ৫ শতাংশ ছাড়ায়নি।
কিন্তু ৫ সেপ্টেম্বর থেকে বদলে যায় দৃশ্যপট। বাড়তে থাকে করোনা সংক্রমণ। ১৪ দিন ধরে তা ঊর্ধ্বমুখী। মাঝে এক-দুদিন শনাক্তের হার কমলেও তা কখনও ৫-এর নিচে নামেনি।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে ওই বছরের ৪ অক্টোবর।
দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দেয় চলতি বছরের ২১ জানুয়ারি। প্রায় তিন মাস পর ১১ মার্চ তা নিয়ন্ত্রণে আসে। পরবর্তী তিন মাস করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক ছিল। এরপর বাড়তে শুরু করে সংক্রমণ। এর ধারাবাহিকতায় চতুর্থ ঢেউ শেষে পঞ্চম ঢেউ আঘাত হেনেছে।