গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬৩৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে সর্বোচ্চ।
এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৪১৭ জন এবং ঢাকার বাইরে ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৭১ জন এবং ঢাকার বাইরে ৫৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শূন্য মৃত্যু নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৬৩ জনের।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫৪৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৭৩৭ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৮৭ জন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৪৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৪৩ জন।