বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যার তার অ্যান্টিবায়োটিক কেনা বন্ধে উদ্যোগী সরকার

  •    
  • ৪ অক্টোবর, ২০২২ ১৫:০৪

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফার্মেসির লাইসেন্স পেতে হলে বিধিবিধান মানতে হবে। ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক যাতে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। চেনার জন্য মোড়কে লাল রং করা হবে।’

অ্যান্টিবায়োটিক ওষুধের যত্রতত্র ব্যবহার ও যার তার প্রেসক্রিপশন ছাড়া কেনা বন্ধে প্যাকেটে লাল রং করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এমন কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফার্মেসির লাইসেন্স পেতে হলে বিধিবিধান মানতে হবে। ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক যাতে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। চেনার জন্য মোড়কে লাল রং করা হবে।’

প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার রুখতে তদারকি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যত্রতত্র অ্যান্টিবায়োটিকের জন্য অনেক মানুষে কাজ করে না। অসুস্থ হয়ে পড়লে অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়। অনেকে অকালে মৃত্যুবরণ করেন। প্রেসক্রিপসন ছাড়া ও কোর্স শেষ না করা এর একটি বড় কারণ।’

তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করাও একটি কারণ। খাদ্যেরও চলে এসেছে। মাছ মাংসতেও পাওয়া যাচ্ছে। কারণ, ফিডে এটা ব্যবহার করা হয়। এতে রেজিস্ট্যান্স বিকাশ লাভ করে।’

জাহিদ মালেক বলেন, ‘অ্যান্টিবায়োটিক রুখতে আইনের অভাব রয়েছে। কঠিন আইন তৈরি হচ্ছে। নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে। ওষুধ আইন ২০২২- শেষ পর্যায়ে আছে। সংসদে পাস হলে প্রয়োগ শুরু হবে।’

এ বিভাগের আরো খবর