বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদা জিয়া হাসপাতালে

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ১৭:১৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে তার হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে আসবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়া সোমবার বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। ৪টা ৩৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্ধারিত চেক-আপ করানোর পর আবার ফিরোজায় ফেরত আসবেন। হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা নেই।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা পর্ব শেষ হোক। তারপর বলা যাবে তিনি হাসপাতালে ভর্তি হবেন নাকি বাসায় ফিরে আসবেন।’

খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে গুলশানে তার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় ওনাকে সাজা দেয়া হয়েছে। এখনও তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি সব রকম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসার মৌলিক অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে।’

আমানউল্লাহ আমান আরও বলেন, ‘সুচিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যেতে বলেছেন চিকিৎসকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা জাপানে। এই দেশগুলোতে ওনার রোগের ভালো চিকিৎসা আছে। পরিবার ও দলের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারকে বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দিচ্ছে না।’

সবশেষ চলতি বছরের ১১ জুন বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ২৪ জুন বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

এ বিভাগের আরো খবর