বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ থেকে ১২ বছর বয়সীদের করোনা টিকা নিতে লাগবে জন্মনিবন্ধন

  •    
  • ২৮ জুলাই, ২০২২ ১৯:৫৮

অফিস আদেশে বলা হয়, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্মনিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।

৫ থেকে ১২ বছরের নিচের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে জন্মনিবন্ধন থাকতে হবে। ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে তাদের নিবন্ধন করতে হবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বসয়সীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন)। এ বয়সসীমার শিক্ষার্থীদের ভ্যাকসিন নিতে অবশ্যই সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

আরও বলা হয়, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্মনিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে গত ১৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে আগস্ট থেকে।

তিনি জানান, আগস্টে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়া হবে। ৫ থেকে ১২ বছরের দুই কোটি শিশু রয়েছে। এদের মধ্যে এক কোটি শিশুকে প্রথমে টিকার আওতায় আনা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ধরনের এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সংস্থাটি তিন কোটি টিকা দেয়ার কথা বলছে।

সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকদের দ্রুত শিশুদের জন্মনিবন্ধন করারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনার তৃতীয় ঢেউয়ে দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি। এ দফায় শিক্ষাঙ্গনে সশরীরে ক্লাস বন্ধ থাকে এক মাস।

২২ ফেব্রুয়ারি ষষ্ঠ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাঙ্গনগুলো আবার প্রাণচঞ্চল হয়ে ওঠে।

২ মার্চ শুরু হয় প্রাথমিকে সশরীরে ক্লাস। টানা দুই বছর বন্ধের পর ১৫ মার্চ প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে শিক্ষাঙ্গনের দুয়ার।

এ বিভাগের আরো খবর