দেশে করোনাভাইরাসের সংক্রমণ জুনের শুরু থেকেই ধারাবাধিকভাবে বাড়ছে। এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী দেশে নতুন করে শনাক্ত হওয়া ওমিক্রন ধরনের নতুন দুটি উপ-ধরন ‘বিএ.৪’ ও ‘বিএ.৫।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআররি) করা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
আইসিডিডিআর,বি-র ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।
আইসিডিডিআর,বি বলছে, ওমিক্রন ধরনের উপ-ধরন ‘বিএ.৪’ ও ‘বিএ.৫’ আগের উপ-ধরনগুলোর তুলনায় দ্রুতগতিতে ছড়াচ্ছে। এর ফলে দেশে করোনার চতুর্থ ঢেউ দেখা দিয়েছে। তবে নতুন উপ-ধরনগুলোতে সংক্রমিত রোগী আগেরগুলোর তুলনায় হাসপাতালে ভর্তি হচ্ছে কম। মৃত্যুও কম হচ্ছে।
এ সংক্রান্ত একটি গ্রাফে দেখা যায়, কিভাবে সার্স-কভ-২ ধরনগুলো সময়ের সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে। এর মাধ্যমে নতুন ধরনের উত্থানের চিত্র দেখা যায়।
‘বিএ.৫’ উপ-ধরনে সংক্রমিত ৪০ জন রোগীর ক্লিনিক্যাল ডাটা ও টিকাদানের ইতিহাস পর্যবেক্ষণ করে দেখা যায়, তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২৪ জন নারী রয়েছেন। তাদের ৩৯ জনের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা গেছে এবং একজনের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। তাদের মধ্যে মাত্র একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এদের মধ্যে ১১ জন দ্বিতীয়বারের মতো এবং সাতজন তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন।
আক্রান্তদের ভ্যাকসিনেশনের ইতিহাসে দেখা যায়, তাদের মধ্যে ৩৮ জন অন্তত করোনার এক ডোজ টিকা নিয়েছেন। আর ১৬ জন বুস্টার বা তিনটি ডোজ গ্রহণ করেছেন। ২১ জন দুই ডোজ টিকা এবং একজন এক ডোজ টিকা নিয়েছেন। তাদের কারো কোনো ভ্রমণ ইতিহাস পাওয়া যায়নি।
উপ-ধরন দুটি সর্বপ্রথম যথাক্রমে ২০২২ সালের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল।
পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশে ওমিক্রন ধরন প্রথম শনাক্ত হয় ২০২১ সালের ৬ ডিসেম্বর। প্রাথমিকভাবে, বেশিরভাগ করোনা পজিটিভ কেস ছিল ‘বিএ.১’ (২০২২ সালের জানুয়ারির প্রথম দুই সপ্তাহ)। পরে উপ-ধরন ‘বিএ.২’ ২০২২ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে সংক্রমিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে ‘বিএ.১’ প্রতিস্থাপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ঘটায়। এ বছরের ৯ এপ্রিল থেকে ১৩ মে’র মধ্যে খুব কম করোনা শনাক্তের হার এবং পজিটিভ নমুনার উচ্চ সিটি মানের কারণে কোনো সিকোয়েন্সিং করা সম্ভব হয়নি।
এ অবস্থায় গত ১৯ মে ঢাকায় প্রথম সন্দেহভাজন ওমিক্রন উপ-ধরন ‘বিএ.৫’ সংক্রমিত রোগী শনাক্ত হয়।
গত ছয় সপ্তাহে (১৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত) ‘বিএ.৫’ সবচেয়ে প্রভাবশালী উপ-ধরন হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং করে ৫২টি করোনা পজিটিভ ঘটনায় মধ্যে ৫১টি ‘বিএ.৫’ উপ-ধরন ও একটি ‘বিএ.২’ উপ-ধরন হিসেবে চিহ্নিত করা হয়।
ওমিক্রণ ‘বিএ.৫’ উপ-ধরনে সংক্রমিতদের মধ্যে জটিলতা অনেক কম পাওয়া গেছে। তবে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কমানোর জন্য জনস্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আইসিডিডিআর,বি। একইসঙ্গে করোনার টিকা গ্রহণ, মাস্ক পরা, সামাজিত দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।