বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজ (রোববার) বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর ও তার স্ত্রীর করোনা নমুনা পরীক্ষা হয়েছে। তাদের দুজনেরই রিপোর্টই নেগেটিভ এসেছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনামুক্ত হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ (রোববার) বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর ও তার স্ত্রীর করোনা নমুনা পরীক্ষা হয়েছে। তাদের দুজনেরই রিপোর্টই নেগেটিভ এসেছে।’
চলতি বছরের ১১ জানুয়ারি প্রথমবারের মতো করোনা পজিটিভ হয়েছিলেন মির্জা ফখরুল। এরপর ২৫ জুন দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হন তিনি। একইসঙ্গে তার স্ত্রীর নমুনা পরীক্ষার রিপোর্টেও পজিটিভ ফল আসে।
অবশ্য করোনা প্রতিরোধী তিনটি টিকাই নেয়া আছে মির্জা ফখরুলের।