দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত কিছুটা বেড়েছে। ১২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৯০২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৪ জনই ঢাকা জেলার। গতকাল শনিবার ১ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
অবশ্য ২৪ ঘণ্টায় শনাক্ত কিছুটা বাড়লেও কমেছে মৃত্যু। এই সময় আরও দুইজনের মৃত্যু সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার ছয়জনের মৃত্যু সংবাদ দিয়েছিল অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ১৬২ জন। মৃতদের ১ জন ঢাকা বিভাগের, অন্য জন চট্টগ্রামের, যাদের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী।
গত এক দিনে নমুনা পরীক্ষা বিবেচনায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনের।
করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গত ১৬ জুন প্রথমবারের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়। টানা ১৭ দিন ৫ শতাংশের বেশি শনাক্তের হার পাওয়া যাওয়ার পর দেশে চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।