দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত কয়েকদিন থেকেই মৃত্যুর এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। বৃহস্পতিবার ৪, শুক্রবার ৫ আর গত ২৪ ঘণ্টায় মারা গেলেন ৬ জন।
দেশে করোনার চতুর্থ ঢেউ নিশ্চিত হওয়ার পর এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে চলতি বছরের ৮ মার্চ এর চেয়ে বেশি ৭ জনের মৃত্যু দেখেছিল দেশ।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত কিছুটা কমেছে। কমেছে শনাক্তের হারও। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জনের দেহে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন ছয়জনসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩১ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।