বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে সাড়ে ৪ মাস পর করোনায় মৃত্যু

  •    
  • ১ জুলাই, ২০২২ ১২:২৮

প্রতিবেদনে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫৮ জন। তাদের মধ্যে ৯২ হাজার ৬৫০ জন মহানগর ও বাকি ৩৪ হাজার ৬০৮ জন উপজেলার বাসিন্দা।’

সাড়ে চার মাস পর চট্টগ্রামে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৩ জনে। এদের মধ্যে ৭৩৪ জন মহানগর ও ৬২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ জন। চট্টগ্রামের ১১টি ল্যাবে ৪৪৫টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। সে হিসাবে আক্রান্তের হার ১১ দশমিক ৬৭ শতাংশ।

‘এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫৮ জন। তাদের মধ্যে ৯২ হাজার ৬৫০ জন মহানগর ও বাকি ৩৪ হাজার ৬০৮ জন উপজেলার বাসিন্দা।’

নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে মহানগরের বাসিন্দা ৪৪ জন এবং বিভিন্ন উপজেলার আটজন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছিল।

এ বিভাগের আরো খবর