চার দিন ধরে পানি জমে আছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের নিচতলায়। দুর্ভোগ শেষ হচ্ছে না সেবা নিতে আসা রোগী ও স্বজনদের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই তলার কার্যক্রম সরিয়ে নেয়া হয়েছে দ্বিতীয় তলায় এবং হাসপাতালের নতুন ভবনে।
হাসপাতালের কর্মচারী মো. রাকিব বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে পানি ঢুকে যায়। ওই দিন প্রথমে হাসপাতালের সামনে বৃষ্টির পানি জমে। এরপর খাল দিয়ে জোয়ারের পানি ঢুকলে ভেতরে পানি ঢুকতে শুরু করে।
‘পরে রাস্তার পানি নেমে গেলেও হাসপাতালের পানি বের হতে পারেনি। শুক্রবার সন্ধ্যার বৃষ্টিতে আরও পানি ভেতরে ঢোকে। তবে আজকে পানি কিছুটা কমেছে।’
নিচতলায় আছে শিশু ওয়ার্ড, অভ্যর্থনা কক্ষ, বহির্বিভাগ, প্রশাসনিক বিভাগ ও ক্যানসার ইউনিট। এসব সেবা অন্য জায়গায় সরিয়ে নিলেও আসা-যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছে ডাক্তার, রোগীসহ সবাই।
হাটহাজারীর ফতেয়াবাদ থেকে আড়াই বছরের ছেলেকে নিয়ে আসা কহিনুর বেগম বলেন, ‘আমার ছেলে সিঁড়িতে স্লিপ খেয়ে পড়ে হাত ভেঙে গেছে। হাসপাতালে এসে দেখি নিচে হাঁটুপানি। পানির কারণে আসা-যাওয়ার অনেক সমস্যা হচ্ছে।’
আগামী মাসের মধ্যে নতুন ভবনে হাসপাতাল স্থানান্তর করা হলে এই দুর্ভোগের অবসান হবে বলে জানান হাসপাতালের পরিচালক নুরুল হক।
তিনি বলেন, ‘পানির সমস্যা বহু পুরোনো। তা ছাড়া এটা এখন জাতীয় সমস্যাও। দেশের অনেক জায়গা পানির নিচে তলিয়ে আছে৷
‘আমাদের অনেক সেবা নতুন ভবনে পার করা হয়েছে। আগামী মাসের মধ্যে আমরা সবকিছু নতুন ভবনে স্থানান্তর করব। তখন আর এই সমস্যা থাকবে না।’