সিলেট বিভাগে বন্যায় পানিবন্দি আহত ও অসুস্থদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা থেকে একদল চিকিৎসক সিলেট যাচ্ছেন।
বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে শুক্রবার বিকেলে এক সভায় এমন তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
তিনি বলেন, বিশুদ্ধ পানি, স্যালাইন ও ওষুধ নিয়ে শনিবার ঢাকা থেকে একদল চিকিৎসক যাবেন। এ ছাড়া স্থানীয়ভাবেও অধিদপ্তরের আরও একটি দল কাজ করবে। দুই দলের সমন্বয়ে চিকিৎসাসেবা দেয়া হবে।
অধ্যাপক আহমেদুল কবীর বলেন, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ডায়রিয়াসহ নানাবিধি রোগের প্রদুর্ভাব দেখা দেবে। প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের কাজ বেড়ে যাবে। তার পরও অসুস্থ ও আহতদের চিকিৎসার্থে মূলত এখানে চিকিৎসকরা যাবেন।
ভার্চুয়াল এ সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন যুক্ত ছিলেন।
এ ছাড়া সব অতিরিক্ত মহাপরিচালক, প্রশাসন, হাসপাতাল ও ক্লিনিকসমূহ, রোগ নিয়ন্ত্রণ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) বিভাগের পরিচালক, সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা বিভাগীয় পরিচালক ও বিভাগের সব জেলা সিভিল সার্জনরাও অংশ নেন।