চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ এক রোগীকে শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
৬০ বছর বয়সী খালেদুর রহমান নামের ঐ রোগীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সোমবার রাতে তাকে ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। করোনা আক্রান্ত এবং দগ্ধ রোগীর চিকিৎসায় বিশেষ ব্যবস্থা রয়েছে এই বার্ন ইউনিটে।
এর সত্যতা নিশ্চিত করেছেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন আইউব হোসেন।
তিনি বলেন, দগ্ধ খালেদুর রহমানের শরীরে ১২ শতাংশ পোড়া আছে। পরে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এ জন্য তাকে ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটের অধীন বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত ও দগ্ধ রোগীর চিকিৎসায় বিশেষ ব্যবস্থা রয়েছে ঢামেক বার্ন ইউনিটে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া চট্টগ্রামে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে মধ্যরাতে আরও তিনজন দগ্ধ রোগী এসেছেন।’
দগ্ধ রোগীরা হলেন ২৫ বছর বয়সী ইমামুল, ১৮ বছরের বদরুজ্জামান রুবেল ও ২৪ বছরের সুমন হাওলাদার।
এদের তিনজনকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।