বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরাদ্দের ৪১% খরচ ১১ মাসে, এক মাসে চমক দেখাবেন স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ৫ জুন, ২০২২ ২১:০৭

‘উন্নয়ন বাজেটের ৪১ শতাংশ খরচ করতে পেরেছি। তবে আমরা আশ্বস্ত করতে চাই জুন ক্লোজিং এর মধ্যে ৯০ শতাংশের বেশি খরচ হয়ে যাবে। কারণ, এখনও অনেক বিল আছে যেগুলো পেমেন্ট হয় নাই। অনেকগুলোর মাল এখনও পৌঁছেনি, যার কারণে বিলগুলো দেয়া হয়নি। এই বিলগুলো জুন ক্লোজিং এর মধ্যে সব সেটেল হয়ে যাবে। ৯ হাজার কোটির মধ্যে ৯০ শতাংশ অর্জন হয়ে যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন চলতি অর্থবছরের ১১ মাসে তার মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থের মাত্র ৪১ শতাংশ খরচ হয়েছে। তবে বাকি এক মাসেই তিনি এখন পর্যন্ত যত খরচ, তার চেয়ে বেশি খরচ করতে পারবেন বলে আশাবাদী তিনি।

‌করোনা পরিস্থিতির কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাকি এই একমাসেই টার্গেট ফিলাপ হয়ে যাবে। বরাদ্দের ৯০ শতাংশ আমরা খরচ করতে পারব।’

রোববার একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে রুমিন ফারহানা প্রশ্ন রেখে বলেন, ‘গত ৩ জুন একটি পত্রিকার রিপোর্ট এসেছে বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। এই বরাদ্দ ও ব্যয়ের অক্ষমতা ধারাবাহিকভাবে আছে। ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের মাত্র ৪১ শতাংশ বরাদ্দ ও ব্যয় করতে পেরেছে। বাকি এক মাসে ৫৯ শতাংশ বরাদ্দ ও ব্যয় করতে হবে। বরাদ্দ ও ব্যয় করতে পারছে না তার কারণ কী?’

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়ন বাজেট হলো ৯ হাজার কোটি। করোনার জন্য কিছু কাজ ব্যাহত হয়েছে। যার করণে প্রথম দিকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিছুটা পৌঁছতে পারিনি। কিন্তু আমরা যে কাজটি করেছি, করোনাকালীন চিকিৎসা ব্যবস্থা টিকা ব্যবস্থা তাতে যতখানি আমরা খরচ করেছি ওই খাতে যতটুকু আমাদের শ্রম দিতে হয়েছে তার ভ্যালু প্রায় ৪০ হাজার কোটি টাকা।

‘উন্নয়ন বাজেটের ৪১ শতাংশ খরচ করতে পেরেছি। তবে আমরা আশ্বস্ত করতে চাই জুন ক্লোজিং এর মধ্যে ৯০ শতাংশের বেশি খরচ হয়ে যাবে। কারণ, এখনও অনেক বিল আছে যেগুলো পেমেন্ট হয় নাই। অনেকগুলোর মাল এখনও পৌঁছেনি, যার কারণে বিলগুলো দেয়া হয়নি। এই বিলগুলো জুন ক্লোজিং এর মধ্যে সব সেটেল হয়ে যাবে। ৯ হাজার কোটির মধ্যে ৯০ শতাংশ অর্জন হয়ে যাবে।’

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সাড়ে ২৯ কোটি করোনা টিকা এনেছে। এর মধ্যে ২৬ কোটি টিকা প্রয়োগ করা হয়েছে।

প্রথম ডোজ দেয়া হয়েছে প্রায় ১৩ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় পৌনে ১২ কোটি এবং দেড় কোটি বুস্টার ডোজ।

এই টিকার মধ্যে সরকার কিনেছে প্রায় ১৮ কোটি ডোজ, বাকিটা বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে গড়ে উঠা জোট কোভ্যাক্স থেকে বিনা মূল্যে পাওয়া গেছে।

এ বিভাগের আরো খবর