স্পেনে এই বছরের শুরু থেকে অজানা উৎস থেকে তীব্র জন্ডিসে (হেপাটাইটিস) ৩০ জনের আক্রান্তের খবর জানা গেছে।
রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে হেপাটাইটিস নিয়ে নতুন এই পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে।
অজানা উৎস থেকে রহস্যজনক এই তীব্র হেপাটাইটিসে সাধারণত অল্প বয়সী শিশুরাই আক্রান্ত হচ্ছে। ৩০ জন রোগীর মধ্যে ২৪ জনেরই বয়স ১০ বছরের নিচে বা তারও কম। প্রতিবেদন অনুযায়ী, স্পেনে ২ জানুয়ারি প্রথম একজনের শরীরে লক্ষণ দেখা দেয়।
যদিও রোগীদের মধ্যে কেউই একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহামারির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
তবে মন্ত্রণালয় বলছে, স্বাভাবিকের তুলনায় নতুন এই হেপাটাইটিসের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কি না তা নিশ্চিত করতে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া এবং তদন্ত চালিয়ে যাওয়া প্রয়োজন।
জাতিসংঘের স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা বলছে, বিশ্বের প্রায় ৩৩টি দেশে এ পর্যন্ত তীব্র হেপাটাইটিসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে বিজ্ঞানীরা এ রোগের কারণ এখনও বের করতে পারেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গত ৫ এপ্রিল থেকে ২৬ মে মোট ৬৫০টি সন্দেহভাজন তীব্র হেপাটাইটিসে আক্রান্তের বিষয় জানা গেছে। আরও ৯৯ জনের আক্রান্তের বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
স্পেন ছাড়াও আরও ৩৩টি দেশে অজানা জন্ডিসে আক্রান্তের খোঁজ মিলেছে
যুক্তরাষ্ট্রের আলবামা জনস্বাস্থ্য বিভাগের মতে, এই হেপাটাইটিসের সঙ্গে অ্যাডিনোভাইরাস-৪১-এর যোগসূত্র থাকতে পারে। আক্রান্ত কোনো শিশুরই এর আগে স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, অ্যাডিনোভাইরাসকে সম্ভাব্য কারণ বিবেচনা করে হেপাটাইটিসের উৎপত্তি অনুসন্ধান করছে তারাও।
তবে অজানা এই হেপাটাইটিস সংক্রমণের সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইউরোপিয়ন সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)। এদিকে খাবার, পানীয় ও ব্যক্তিগত কোনো অভ্যাসের সঙ্গেও এর সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি।
এ ছাড়া এর সম্ভাব্য কারণ হিসেবে হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই-কেও বাদ দেয়া হয়েছে।
ইউনাইটেড কিংডমের বার্মিংহাম চিলড্রেনস হাসপাতালের পেডিয়াট্রিক হেপাটোলজিস্ট ডেইড্রে কেলি গত সপ্তাহে সায়েন্স ইনসাইডারকে বলেছেন, ‘এটি খুবই গুরুতর ঘটনা। এক সপ্তাহ আগে পুরোপুরি সুস্থ শিশুও অসুস্থ হয়ে যাচ্ছে।’
ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় বিবৃতিতে বলেছে, ‘এটি গুরুত্ব সহকারে নেয়া উচিত। এর বৃদ্ধি অপ্রত্যাশিত।’