নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাভারের জেনারেল হাসপাতাল ও নিউ মুক্তি ক্লিনিক সিলগালা করে দেয়া হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এই পদক্ষেপ নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা ছিল স্বাস্থ্য অধিদপ্তরের। নির্দেশনা পালন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুপুরে তিনিসহ কয়েক কর্মকর্তা ও কর্মচারী অভিযানে যান।
এ সময় নিবন্ধনের কাগজ দেখাতে না পারায় ওই দুই হাসপাতাল সিলগালা করা হয়েছে। এছাড়া এনএইচএন ডায়াগনস্টিক সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য ১ ঘণ্টা সময় দেয়া হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত জ্যোতি চক্ষু হাসপাতালের উদ্বোধনের উপর নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল আরও জানান, অভিযানে অসপ্রে ফিজিওথেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেরও কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড নামিয়ে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।