বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতায় কিডনি প্রতিস্থাপন করছে রোবট

  •    
  • ২৭ এপ্রিল, ২০২২ ১৮:১২

চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপনে রোবট ভিঞ্চির এক হাতে থাকে উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে পেটের মধ্যে প্রবেশ করানো হয়। রোগীর পেটের ঝকঝকে ছবি মনিটরে দেখতে পান চিকিৎসকরা।

ভারতের পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করছে রোবট। দাতার শরীর থেকে কিডনি নিয়ে গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করতে সময় লাগছে সাড়ে ৩ ঘণ্টা।

গত ছয় মাসে চার জনের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছে রোবট দ্য ভিঞ্চি।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অ্যাপোলো হাসপাতালের চার ইউরোলজিস্ট অমিত ঘোষ, সুরিন্দর সিং ভাটিয়া, বিনয় মাহিন্দ্রা এবং ত্রিদিব মণ্ডলের তত্ত্বাবধানে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

চিকিৎসক অমিত ঘোষ বলেন, ‘যার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হবে তার তলপেটে আগে ১০ ইঞ্চি ছিদ্র করতে হতো। এখন রোবটিক সার্জারিতে মাত্র দেড় ইঞ্চি ছিদ্র করে নিখুঁতভাবে কিডনি প্রতিস্থাপন হচ্ছে। রোবটিক সার্জারিতে জটিলতা অনেক কম, রক্তক্ষরণ অনেক কম। রোগীও সুস্থ হচ্ছেন অনেক তাড়াতাড়ি।’

চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপনে রোবট ভিঞ্চির এক হাতে থাকে উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে পেটের মধ্যে প্রবেশ করানো হয়। রোগীর পেটের ঝকঝকে ছবি মনিটরে দেখতে পান চিকিৎসকরা। অস্ত্রোপচার করে রোবটের অন্য হাত। রোবট ভিঞ্চির হাতের মুভমেন্ট প্রায় মানুষের মতো।

গত ১৯ এপ্রিল অ্যাপোলো হাসপাতালে একজন রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করেছে দ্য ভিঞ্চি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে ওই রোগীর পরিবারের সদস্যরা বিষয়টিতে ভয় পেয়েছিলেন। পরে তারাই বলছেন, ‘এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভাবতে পারিনি।’

বর্তমানে কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা রোবট রয়েছে।

সাধারণ অস্ত্রোপচারে কিডনি প্রতিস্থাপন করতে খরচ হয় ১০ লাখ টাকা। রোবটিক কিডনি প্রতিস্থাপনে খরচ পড়বে আরও দুই লাখ টাকা বেশি।

তবে রোবটিক অস্ত্রোপচারের সংখ্যা বাড়লে খরচ অনেক কম পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিভাগের আরো খবর