সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র, যথেচ্ছ ও মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে গুরুতর সংক্রমণের বিরুদ্ধে ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে। এর প্রভাবে আগামীতে অন্যান্য রোগের চেয়ে বেশি মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
বুধবার রাজধানীর গুলশান আমেরিকান সেন্টার বাংলাদেশের সঙ্গে ইউএস সিডিসির পার্টনারশিপ নিয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন ইউএস সিডিসি কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান নিলি।
তিনি বলেন, ‘অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ায় দরিদ্র দেশগুলোর জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ দেশে মানুষ চিকিৎসকের ব্যবস্থাপনাপত্র ছাড়া ওষুধ খাচ্ছেন। নিজেদের ইচ্ছে মতো ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছে। এর কারণে গুরুতর সংক্রমণের বিরুদ্ধে ওষুধের কার্যকারিতাও কমে যাচ্ছে। এটি আগামীতে বড় মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। এ বিষয়ে এখন থেকে সর্তক হতে হবে।’
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট সংক্রমণ থেকে সুরক্ষা পেতে নতুন ওষুধের জন্য বিনিয়োগ জরুরি বলেও মন্তব্য করেন ডা. সুসান নিলি।